একটি টাকায় আহার মেলে
একটি টাকায় আহার মেলে
সাইয়িদ রফিকুল হক
একটি টাকায় আহার মেলে
ওরাই সোনার মানুষ,
গরিব-দুঃখীর কষ্ট দেখে
কেউ উড়ায় না ফানুস।
বিদ্যানন্দের ভালোবাসায়
পাচ্ছে মানুষ খাবার,
এদের দেখে দেশের বুকে
জাগবে মানুষ আবার।
তোমরা যারা টাকা উড়াও
থাকো ওদের পাশে,
বস্তাভরা টাকা নিয়ে
থাকবে কীসের আশে?
একটি টাকায় আহার মেলে
স্বপ্ন কত বড়ো!
বিদ্যানন্দের সরল পথে
হও রে সবাই জড়ো।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৬/২০২২
সাইয়িদ রফিকুল হক
একটি টাকায় আহার মেলে
ওরাই সোনার মানুষ,
গরিব-দুঃখীর কষ্ট দেখে
কেউ উড়ায় না ফানুস।
বিদ্যানন্দের ভালোবাসায়
পাচ্ছে মানুষ খাবার,
এদের দেখে দেশের বুকে
জাগবে মানুষ আবার।
তোমরা যারা টাকা উড়াও
থাকো ওদের পাশে,
বস্তাভরা টাকা নিয়ে
থাকবে কীসের আশে?
একটি টাকায় আহার মেলে
স্বপ্ন কত বড়ো!
বিদ্যানন্দের সরল পথে
হও রে সবাই জড়ো।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৬/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (দিশারী) ২৯/০৬/২০২২বাহ্
-
ফয়জুল মহী ২৮/০৬/২০২২নান্দনিক উপস্থাপন করলেন। মুগ্ধ আমি পাঠক।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০৬/২০২২সুন্দর প্রকাশ।