বাংলাদেশটা থাকবে বাংলা
বাংলাদেশটা থাকবে বাংলা
সাইয়িদ রফিকুল হক
সোনার বাংলা লংকা হবে
ভাবিস তোরা কেমনে?
একাত্তরে পাকিস্তানের
স্বপ্ন দেখতিস যেমনে?
বাংলাদেশের ভালো দেখে
কলজে তোদের জ্বলে,
দেশের ক্ষতি করিস তোরা
ভদ্রবেশীর ছলে।
বুকের ভিতর আগুন তোদের
ফাঁসি হইছে বাপের,
আরও কত ফাঁসি হবে
দেশবিরোধী সাপের।
বাপের শোধটা তুলতে তোরা
দেশকে বানাস লংকা!
আর কতকাল বাজাবি রে
মিথ্যা-পাপের ডঙ্কা?
চাপার জোরে অনেকেই যে
হচ্ছে এখন বক্তা,
জনরোষের শিকার হলে
হয়ে যাবি তক্তা।
নিজের পাপের গুদাম ঢাকতে
দেশকে ভাবছো লংকা!
রাজাকারদের ফাঁসি হবেই
কাটবে জাতির শঙ্কা।
বাংলাদেশটা থাকবে বাংলা
হবে খাঁটি সোনার,
এই আশাতেই সময় নাইরে
পাতিশিয়াল গোনার।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৫/২০২২
সাইয়িদ রফিকুল হক
সোনার বাংলা লংকা হবে
ভাবিস তোরা কেমনে?
একাত্তরে পাকিস্তানের
স্বপ্ন দেখতিস যেমনে?
বাংলাদেশের ভালো দেখে
কলজে তোদের জ্বলে,
দেশের ক্ষতি করিস তোরা
ভদ্রবেশীর ছলে।
বুকের ভিতর আগুন তোদের
ফাঁসি হইছে বাপের,
আরও কত ফাঁসি হবে
দেশবিরোধী সাপের।
বাপের শোধটা তুলতে তোরা
দেশকে বানাস লংকা!
আর কতকাল বাজাবি রে
মিথ্যা-পাপের ডঙ্কা?
চাপার জোরে অনেকেই যে
হচ্ছে এখন বক্তা,
জনরোষের শিকার হলে
হয়ে যাবি তক্তা।
নিজের পাপের গুদাম ঢাকতে
দেশকে ভাবছো লংকা!
রাজাকারদের ফাঁসি হবেই
কাটবে জাতির শঙ্কা।
বাংলাদেশটা থাকবে বাংলা
হবে খাঁটি সোনার,
এই আশাতেই সময় নাইরে
পাতিশিয়াল গোনার।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৫/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৫/২০২২খুব সুন্দর
-
অভিজিৎ হালদার ১৬/০৫/২০২২ভালো
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৫/২০২২খুব ভালো।
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৫/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ১৬/০৫/২০২২বাহ অসাধারণ প্রকাশ
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৫/২০২২ভালো