মিথ্যায় যাদের হৃদয় ভরা
মিথ্যায় যাদের হৃদয় ভরা
সাইয়িদ রফিকুল হক
মিথ্যায় যাদের হৃদয় ভরা
তারা কি হয় ধার্মিক?
সোনার বাংলায় দেখছি এখন
লেবাসধারী চার্মিক।
পোশাকগুলো সফেদশাদা
দেখতে বড়ই ভালো!
কাছে গেলে বুঝবে তুমি
ভিতরটা যে কালো।
নানা-রঙের নানারকম
ভণ্ড এখন দেশে,
লজ্জাশরম ভুলে এরা
ঘুরছে বীরের বেশে।
মানুষ খুঁজতে ভালোমানুষ
হচ্ছে ভীষণ নাকাল!
মুখোশধারী পাপীর ভিড়ে
মানুষ এখন আকাল।
বুকের ভিতর মিথ্যা নিয়ে
ঘুমায় যারা সুখে,
দেশ ও দশের নীতিকথা
মানায় তাদের মুখে?
লজ্জাশরম কবর দিয়ে
ভণ্ড বেড়ায় দেশে!
ভালোমানুষ আর কতকাল
থাকবে নীরব-বেশে?
মিথ্যাগুলো দম্ভভরে
যতই হাসুক সুখে,
শেষবিচারে দিন যাবে যে
ওদের বড় দুঃখে।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৫/২০২২
সাইয়িদ রফিকুল হক
মিথ্যায় যাদের হৃদয় ভরা
তারা কি হয় ধার্মিক?
সোনার বাংলায় দেখছি এখন
লেবাসধারী চার্মিক।
পোশাকগুলো সফেদশাদা
দেখতে বড়ই ভালো!
কাছে গেলে বুঝবে তুমি
ভিতরটা যে কালো।
নানা-রঙের নানারকম
ভণ্ড এখন দেশে,
লজ্জাশরম ভুলে এরা
ঘুরছে বীরের বেশে।
মানুষ খুঁজতে ভালোমানুষ
হচ্ছে ভীষণ নাকাল!
মুখোশধারী পাপীর ভিড়ে
মানুষ এখন আকাল।
বুকের ভিতর মিথ্যা নিয়ে
ঘুমায় যারা সুখে,
দেশ ও দশের নীতিকথা
মানায় তাদের মুখে?
লজ্জাশরম কবর দিয়ে
ভণ্ড বেড়ায় দেশে!
ভালোমানুষ আর কতকাল
থাকবে নীরব-বেশে?
মিথ্যাগুলো দম্ভভরে
যতই হাসুক সুখে,
শেষবিচারে দিন যাবে যে
ওদের বড় দুঃখে।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৫/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৫/২০২২বেশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৫/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ১৪/০৫/২০২২খুব সুন্দর লিখেছেন। ।
-
আলমগীর সরকার লিটন ১৪/০৫/২০২২খুব সুন্দর ছড়া
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৫/২০২২অনুপম