তোমার হাতে গোলাপ ছিল
তোমার হাতে গোলাপ ছিল
সাইয়িদ রফিকুল হক
তোমার হাতে গোলাপ ছিল তবু তা নিইনি,
ভালোবাসার মধুর ঘ্রাণ খুঁজে যে পাইনি।
কত গোলাপ ঝরে যাচ্ছে ঘৃণার গরলে,
গোলাপ ফোটে ভালোবাসার স্নেহ-তরলে।
প্রেম এখন পথ হারিয়ে কাঁটা-জঙ্গলে,
তাই গোলাপ ফোটে না আজ খুব মঙ্গলে।
চেহারা তবু রঙিন করে ঢাকা যায় রোষ,
কিন্তু বুকে বাড়তে থাকে অতিকায় মোষ!
বুনো মোষের খুন-আঘাতে ঝরে যায় সব,
ভালোবাসার মধুগোলাপ হয় যে নীরব।
তোমার হাতে গোলাপ দেখে অখুশি হয়েছি,
লালগোলাপে কটু গন্ধ কেমন পেয়েছি।
ভালোবাসার গোলাপ হলে নিতাম হর্ষে,
মনমাতানো আভাস পেতে নতুন বর্ষে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৫/২০২২
সাইয়িদ রফিকুল হক
তোমার হাতে গোলাপ ছিল তবু তা নিইনি,
ভালোবাসার মধুর ঘ্রাণ খুঁজে যে পাইনি।
কত গোলাপ ঝরে যাচ্ছে ঘৃণার গরলে,
গোলাপ ফোটে ভালোবাসার স্নেহ-তরলে।
প্রেম এখন পথ হারিয়ে কাঁটা-জঙ্গলে,
তাই গোলাপ ফোটে না আজ খুব মঙ্গলে।
চেহারা তবু রঙিন করে ঢাকা যায় রোষ,
কিন্তু বুকে বাড়তে থাকে অতিকায় মোষ!
বুনো মোষের খুন-আঘাতে ঝরে যায় সব,
ভালোবাসার মধুগোলাপ হয় যে নীরব।
তোমার হাতে গোলাপ দেখে অখুশি হয়েছি,
লালগোলাপে কটু গন্ধ কেমন পেয়েছি।
ভালোবাসার গোলাপ হলে নিতাম হর্ষে,
মনমাতানো আভাস পেতে নতুন বর্ষে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৫/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৪/০৫/২০২২বেশ আবেগময়
-
আমি-তারেক ১৩/০৫/২০২২Sundor shironam
-
ফয়জুল মহী ১২/০৫/২০২২অসাধারণ লেখা ।
শুভেচ্ছা ও শুভ কামনা রইলো। -
আব্দুর রহমান আনসারী ১১/০৫/২০২২অনন্য। অনবদ্য