তোমাদের সবকিছুতে একটু বেশি
তোমাদের সবকিছুতে একটু বেশি
সাইয়িদ রফিকুল হক
সবকিছুতে তোমরা একটু চিৎকার আর চেঁচামেচি করো বেশি,
তোমাদের ধৈর্য আর সহ্যশক্তি একেবারে কম।
তাই, হাটে-মাঠে-ঘাটে অযথা গলাবাজি করছো নিয়মিত,
আর তোমরা নিজেদের স্বার্থ বুঝে নিতে বেশ তৎপর।
মানুষের কথা বলে আর মানবসেবার অহেতুক নাম করে
নিজের ভোগের পেয়ালা ভরতে তোমাদের কোনো জুড়ি নেই!
তোমরা খুব চালাক-চতুর-ধূর্ত আর ভয়ানক-রকমের ধুরন্ধর
কিন্তু তোমরা কখনো বুদ্ধিমান হতে পারোনি কিংবা হতে পারবে।
আসলে, তোমাদের রক্তে অ্যালকোহলের মাত্রা ভয়াবহ বেশি
তাই, বাজার গরমের প্রতিবাদে নিজেরা আরও বেশি গরম হয়ে
দেশের বাজারটাকে গরিবের সাধ্যের বাইরে গরম করে তুলছো!
তোমরা সবাই মানবসেবার নামে ফায়দা লুটতে খুব বেশি ব্যস্ত।
তোমাদের নেতিবাচক সবকিছুতে একটু বেশি গন্ধ লেগে আছে
মানবতার দোহাই দিয়ে মানবতানাশে তোমরা সদা তৎপর।
কবে তোমরা একটু ভালো ছিলে তা কেউ আজ বলতে পারে না,
আসলে, তোমরা কি কখনো-কোনোদিন একটু ভালো ছিলে?
ভেবে দেখে তোমাদের নিজের ভাষায় উত্তরটা একবার বলবে:
আর নইলে আমজনতার কথাই ঠিক―তোমরা কবে ভালো ছিলে?
সাইয়িদ রফিকুল হক
০৯/০৫/২০২২
সাইয়িদ রফিকুল হক
সবকিছুতে তোমরা একটু চিৎকার আর চেঁচামেচি করো বেশি,
তোমাদের ধৈর্য আর সহ্যশক্তি একেবারে কম।
তাই, হাটে-মাঠে-ঘাটে অযথা গলাবাজি করছো নিয়মিত,
আর তোমরা নিজেদের স্বার্থ বুঝে নিতে বেশ তৎপর।
মানুষের কথা বলে আর মানবসেবার অহেতুক নাম করে
নিজের ভোগের পেয়ালা ভরতে তোমাদের কোনো জুড়ি নেই!
তোমরা খুব চালাক-চতুর-ধূর্ত আর ভয়ানক-রকমের ধুরন্ধর
কিন্তু তোমরা কখনো বুদ্ধিমান হতে পারোনি কিংবা হতে পারবে।
আসলে, তোমাদের রক্তে অ্যালকোহলের মাত্রা ভয়াবহ বেশি
তাই, বাজার গরমের প্রতিবাদে নিজেরা আরও বেশি গরম হয়ে
দেশের বাজারটাকে গরিবের সাধ্যের বাইরে গরম করে তুলছো!
তোমরা সবাই মানবসেবার নামে ফায়দা লুটতে খুব বেশি ব্যস্ত।
তোমাদের নেতিবাচক সবকিছুতে একটু বেশি গন্ধ লেগে আছে
মানবতার দোহাই দিয়ে মানবতানাশে তোমরা সদা তৎপর।
কবে তোমরা একটু ভালো ছিলে তা কেউ আজ বলতে পারে না,
আসলে, তোমরা কি কখনো-কোনোদিন একটু ভালো ছিলে?
ভেবে দেখে তোমাদের নিজের ভাষায় উত্তরটা একবার বলবে:
আর নইলে আমজনতার কথাই ঠিক―তোমরা কবে ভালো ছিলে?
সাইয়িদ রফিকুল হক
০৯/০৫/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৫/২০২২অসাধারণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/০৫/২০২২সুন্দর প্রকাশ।
-
অভিজিৎ হালদার ১১/০৫/২০২২Valo
-
ফয়জুল মহী ১০/০৫/২০২২অপূর্ব অনুভূতির দারুণ প্রকাশ
-
আব্দুর রহমান আনসারী ১০/০৫/২০২২অনুপম