আমার মন থেকে
আমার মন থেকে
সাইয়িদ রফিকুল হক
।।গান।।
আমার মন থেকে সব কথা মুছে দাও
শুধু আমার রাসুলের নাম লিখে দাও।
আল্লাহর রাসুলকে পেতে আল্লাহর সাহায্য চাও।
আমি যা ভুল করেছি আগে, আর কোনো ভুল করবো না,
আমার রাসুলের কথা ছাড়া আর কারও কথা মানবো না।
সময় থাকতে তোমরাও নবীজীর প্রেমে ডুবে যাও।
আমার মন যেন ভালোবেসে সারাক্ষণ রাসুলের কথা বলে,
রাসুলের মতোন সহজ-সুন্দর সরল পথে সারাজীবন চলে।
জীবন থাকতে রাসুল-প্রেমের মর্ম সবাই বুঝে নাও।
এই জীবনে এত বেশি কথার এমন কোনোও মূল্য নাই রে,
রাসুলের প্রেম ছাড়া পরকালে কারও কোনো মুক্তি নাই রে।
এ হৃদয়ে তাই রাসূল-নাম রেখে আর সব ভুলে যাও।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৫/২০২২
সাইয়িদ রফিকুল হক
।।গান।।
আমার মন থেকে সব কথা মুছে দাও
শুধু আমার রাসুলের নাম লিখে দাও।
আল্লাহর রাসুলকে পেতে আল্লাহর সাহায্য চাও।
আমি যা ভুল করেছি আগে, আর কোনো ভুল করবো না,
আমার রাসুলের কথা ছাড়া আর কারও কথা মানবো না।
সময় থাকতে তোমরাও নবীজীর প্রেমে ডুবে যাও।
আমার মন যেন ভালোবেসে সারাক্ষণ রাসুলের কথা বলে,
রাসুলের মতোন সহজ-সুন্দর সরল পথে সারাজীবন চলে।
জীবন থাকতে রাসুল-প্রেমের মর্ম সবাই বুঝে নাও।
এই জীবনে এত বেশি কথার এমন কোনোও মূল্য নাই রে,
রাসুলের প্রেম ছাড়া পরকালে কারও কোনো মুক্তি নাই রে।
এ হৃদয়ে তাই রাসূল-নাম রেখে আর সব ভুলে যাও।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৫/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১১/০৫/২০২২Valo poem
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৫/২০২২দারুণ
-
আলমগীর সরকার লিটন ০৯/০৫/২০২২খুব সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/০৫/২০২২খুব সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ০৮/০৫/২০২২চমৎকার
ভালোবাসা অবিরাম -
আব্দুর রহমান আনসারী ০৮/০৫/২০২২আমরা যেন সেই উন্নত চরিত্রের মানুষ হতে পারি। সুন্দর লিখেছেন।