মরে গেলে বাঁচবি নারে
মরে গেলে বাঁচবি নারে
সাইয়িদ রফিকুল হক
।।গান।।
মরে গেলে আর বাঁচবি নারে,
চোখ বুঁজলে কিছুই পাবি নারে।
সকল ক্ষমতা হারালে কিছুই করতে পারবি নারে।
বেঁচে থাকতে তাইতে হও রে সবাই একটু ভালো,
কেউ তো জানি না কখন নিভবে চোখের আলো।
হঠাৎ করে দুনিয়া ছেড়ে গেলে কিছুই দেখবি নারে।
দুনিয়া হইলো লোভের জায়গা―ছেড়ে দে এখনই,
কিছুই নিতে পারবি নারে সঙ্গে―মরণ হবে যখনই।
এই দুনিয়া ছাড়বে তোকে, তুই কেন ছাড়বি নারে?
চোখের নেশায় ডুবে মজিস নারে মিথ্যা-দুনিয়ার প্রেমে,
একটু ভালোবাসা জাগাও আখেরাতের মণিমুক্তা-হেমে।
মিথ্যা-দুনিয়ার মোহ না-ছাড়লে তুই মুক্তি পাবি নারে।
সাইয়িদ রফিকুল হক
।।গান।।
মরে গেলে আর বাঁচবি নারে,
চোখ বুঁজলে কিছুই পাবি নারে।
সকল ক্ষমতা হারালে কিছুই করতে পারবি নারে।
বেঁচে থাকতে তাইতে হও রে সবাই একটু ভালো,
কেউ তো জানি না কখন নিভবে চোখের আলো।
হঠাৎ করে দুনিয়া ছেড়ে গেলে কিছুই দেখবি নারে।
দুনিয়া হইলো লোভের জায়গা―ছেড়ে দে এখনই,
কিছুই নিতে পারবি নারে সঙ্গে―মরণ হবে যখনই।
এই দুনিয়া ছাড়বে তোকে, তুই কেন ছাড়বি নারে?
চোখের নেশায় ডুবে মজিস নারে মিথ্যা-দুনিয়ার প্রেমে,
একটু ভালোবাসা জাগাও আখেরাতের মণিমুক্তা-হেমে।
মিথ্যা-দুনিয়ার মোহ না-ছাড়লে তুই মুক্তি পাবি নারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/০৫/২০২২অসাধারণ ভাবনার প্রকাশ।
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৫/২০২২সত্য কথন