হিংসা ভোলো
হিংসা ভোলো
সাইয়িদ রফিকুল হক
যে-কারও সুখ দেখে তুমি
কোরো নাকো হিংসা,
সবকিছুতে থাকে নারে
সবার সুখের হিস্সা।
নিজের ভাগ্য পড়ে তুমি
হাসবে সুখি মনে,
লোভ কোরো না আর কখনো
পাড়া-পড়শির ধনে।
বুকের ভিতর ফোটাও বন্ধু
গন্ধমাখা গোলাপ,
দেখবে তখন মনভিতরে
রয় না কোনো বিলাপ।
পরের সুখে হাসাই হোক না
তোমার জীবন-মন্তর,
বুঝবে তবেই সার্থক তোমার
মুসলমানির অন্তর।
ভুলে যাও রে হিংসা-কালির
যত বিভেদ-রেখা,
পড়ে দেখো পাককিতাবে
কী-বা আছে লেখা।
সাইয়িদ রফিকুল হক
০১/০৫/২০২২
সাইয়িদ রফিকুল হক
যে-কারও সুখ দেখে তুমি
কোরো নাকো হিংসা,
সবকিছুতে থাকে নারে
সবার সুখের হিস্সা।
নিজের ভাগ্য পড়ে তুমি
হাসবে সুখি মনে,
লোভ কোরো না আর কখনো
পাড়া-পড়শির ধনে।
বুকের ভিতর ফোটাও বন্ধু
গন্ধমাখা গোলাপ,
দেখবে তখন মনভিতরে
রয় না কোনো বিলাপ।
পরের সুখে হাসাই হোক না
তোমার জীবন-মন্তর,
বুঝবে তবেই সার্থক তোমার
মুসলমানির অন্তর।
ভুলে যাও রে হিংসা-কালির
যত বিভেদ-রেখা,
পড়ে দেখো পাককিতাবে
কী-বা আছে লেখা।
সাইয়িদ রফিকুল হক
০১/০৫/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০৬/২০২২লোভ হিংসা ভালো নয়।
-
আনাস খান ০২/০৫/২০২২অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ০২/০৫/২০২২সুন্দর তম প্রকাশ
-
অভিজিৎ হালদার ০১/০৫/২০২২Valo poem
-
ফয়জুল মহী ০১/০৫/২০২২সুন্দর প্রকাশ মুগ্ধতা একরাশ