ঈদের জন্য মানুষ এখন
ঈদের জন্য মানুষ এখন
সাইয়িদ রফিকুল হক
ঈদের জন্য ঘুম দেখি না
ঘর-পালানোর চোখে,
সবাই এখন ভাসছে দেখি
গ্রামের যাওয়ার শোকে!
বাসে-লঞ্চে, ট্রাকে-নৌকায়
যাত্রী আছে বিপুল,
সবাই এখন সুখ খোঁজে যে
পল্লীগ্রামে অতুল!
গরম চরম, জ্যামে ভরা
তবু ছোটে মানুষ,
অর্থখরচ, কষ্ট দেদার
তাতেও নাই যে হুঁশ।
ঈদের জন্য মানুষ এখন
হচ্ছে রোবট দিনে,
অধিক টাকায় টিকিট তারা
নিচ্ছে ভীষণ কিনে।
একটু ভেবে একটু মেপে
চলতো যদি মানুষ,
পথেঘাটে ভিড়ের ঠেলায়
কেউ হতো না বেহুঁশ।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
ঈদের জন্য ঘুম দেখি না
ঘর-পালানোর চোখে,
সবাই এখন ভাসছে দেখি
গ্রামের যাওয়ার শোকে!
বাসে-লঞ্চে, ট্রাকে-নৌকায়
যাত্রী আছে বিপুল,
সবাই এখন সুখ খোঁজে যে
পল্লীগ্রামে অতুল!
গরম চরম, জ্যামে ভরা
তবু ছোটে মানুষ,
অর্থখরচ, কষ্ট দেদার
তাতেও নাই যে হুঁশ।
ঈদের জন্য মানুষ এখন
হচ্ছে রোবট দিনে,
অধিক টাকায় টিকিট তারা
নিচ্ছে ভীষণ কিনে।
একটু ভেবে একটু মেপে
চলতো যদি মানুষ,
পথেঘাটে ভিড়ের ঠেলায়
কেউ হতো না বেহুঁশ।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ০১/০৫/২০২২Fine
-
ফয়জুল মহী ২৯/০৪/২০২২মাশাআল্লাহ।
অসম্ভব সুন্দর কাব্য ভাবনার প্রকাশ
পাঠ করে মুগ্ধতা অপরিসীম।
শুভকামনা অবিরত। -
আব্দুর রহমান আনসারী ২৮/০৪/২০২২বাস্তব ছবি