হৃদয়ে যদি প্রেম না থাকে
হৃদয়ে যদি প্রেম না থাকে
সাইয়িদ রফিকুল হক
হৃদয়ে যদি প্রেম না থাকে
কী হবে মিথ্যা ভালোবাসা দিয়ে?
অন্তরে যদি খরা থাকে
প্রেমফুল ফোটাবে তুমি কী দিয়ে?
গাছের ফুল ঝইরা গেলে
আবার কি তা ফিরিয়া আসে ডালে?
কেউ কি বুঝেছে রে কখনো
জোছনা কেন ঝরে ঘরের চালে?
মানুষ ব্যস্ত সুখভোগে
কালব্যাধি ধরছে তাইতো মনে,
নীরোগ-মনে প্রেমবাগানে
ফুটবে কি ফুল আর জনে-জনে?
হৃদয়ে যদি প্রেম না থাকে
কী হবে রে ভালোবাসা-কথা লিখে?
মানুষ কবে মানুষ হবে
আসল প্রেম-ভালোবাসাটা শিখে?
সাইয়িদ রফিকুল হক
২৬/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
হৃদয়ে যদি প্রেম না থাকে
কী হবে মিথ্যা ভালোবাসা দিয়ে?
অন্তরে যদি খরা থাকে
প্রেমফুল ফোটাবে তুমি কী দিয়ে?
গাছের ফুল ঝইরা গেলে
আবার কি তা ফিরিয়া আসে ডালে?
কেউ কি বুঝেছে রে কখনো
জোছনা কেন ঝরে ঘরের চালে?
মানুষ ব্যস্ত সুখভোগে
কালব্যাধি ধরছে তাইতো মনে,
নীরোগ-মনে প্রেমবাগানে
ফুটবে কি ফুল আর জনে-জনে?
হৃদয়ে যদি প্রেম না থাকে
কী হবে রে ভালোবাসা-কথা লিখে?
মানুষ কবে মানুষ হবে
আসল প্রেম-ভালোবাসাটা শিখে?
সাইয়িদ রফিকুল হক
২৬/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০৪/২০২২বেশ!
-
এ কে সুমন ২৮/০৪/২০২২অসাধারণ লেখন শৈলী।
-
মো শাকিল খান ২৭/০৪/২০২২আহা, কত সুন্দর!
-
ফয়জুল মহী ২৬/০৪/২০২২সুন্দর লেখনীতে মুগ্ধতা একরাশ রেখে গেলাম কবি।
-
আব্দুর রহমান আনসারী ২৬/০৪/২০২২অসাধারণ লেখা
-
আব্দুল মান্নান মল্লিক ২৬/০৪/২০২২খুব ভালো লিখেছেন কবি।
ভালো লাগলো।