বই পড়বে বেছে-বেছে
বই পড়বে বেছে-বেছে
সাইয়িদ রফিকুল হক
বই পড়বে বেছে-বেছে
মনের মতো বইটই,
মনভাঙানির কথা শুনে
করবে না আর হইচই।
মনের মতো বই না হলে
দেখবে না সব চেয়ে,
বদ্ধ বইয়ের বদ্ধধ্যানে
মন ফেলো না ছেয়ে।
ভালোবাসার স্বপ্নমাখা
বই যে আছে কত,
এমন বইয়ে আশার আলো
ফুটবে মনে শত।
বই পড়বে বেছে-বেছে
নিজের মতো করে,
বুকের ভিতর সত্যটাকে
রাখবে চির ধরে।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
বই পড়বে বেছে-বেছে
মনের মতো বইটই,
মনভাঙানির কথা শুনে
করবে না আর হইচই।
মনের মতো বই না হলে
দেখবে না সব চেয়ে,
বদ্ধ বইয়ের বদ্ধধ্যানে
মন ফেলো না ছেয়ে।
ভালোবাসার স্বপ্নমাখা
বই যে আছে কত,
এমন বইয়ে আশার আলো
ফুটবে মনে শত।
বই পড়বে বেছে-বেছে
নিজের মতো করে,
বুকের ভিতর সত্যটাকে
রাখবে চির ধরে।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৬/০৪/২০২২ভালো উপদেশ।
-
তাবেরী ২৫/০৪/২০২২অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৪/২০২২অনুপম
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২২অতিশয় চমৎকার লিখেছেন ।
দারুণ উপস্থাপন।