কষ্টসুখে
কষ্টসুখে
সাইয়িদ রফিকুল হক
মাথার ঘাম পায়ে ফেলিস,
কষ্ট করে সুখে চলিস।
হারাম খেয়ে শরীর ভরে,
কেমনে যাবি কবর-ঘরে?
কষ্ট হলে ধৈর্য ধরো,
আপনমনে জিকির করো।
পাপের পথে হয়তো সুখ!
আঁধার হবে তোমার মুখ।
মাথার ঘাম পায়ে ফেলবি,
এই জীবনে সুখে চলবি।
সাইয়িদ রফিকুল হক
২১/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
মাথার ঘাম পায়ে ফেলিস,
কষ্ট করে সুখে চলিস।
হারাম খেয়ে শরীর ভরে,
কেমনে যাবি কবর-ঘরে?
কষ্ট হলে ধৈর্য ধরো,
আপনমনে জিকির করো।
পাপের পথে হয়তো সুখ!
আঁধার হবে তোমার মুখ।
মাথার ঘাম পায়ে ফেলবি,
এই জীবনে সুখে চলবি।
সাইয়িদ রফিকুল হক
২১/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিজন বেপারী ২২/০৪/২০২২ভালো
-
আব্দুর রহমান আনসারী ২২/০৪/২০২২সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৪/২০২২ভাল
-
ফয়জুল মহী ২২/০৪/২০২২খুবই সুন্দর এবং সাবলীল প্রকাশ