তোমার হৃদয়ে ব্যাধি
তোমার হৃদয়ে ব্যাধি
সাইয়িদ রফিকুল হক
গোলাপের গায়ে গন্ধ খুঁজেও পেলে না কিছুই
দোষটা তোমার, গোলাপের নয়।
তোমার হৃদয়ে জমেছে অনেক ব্যাধি-কালব্যাধি
সেখানে কখনো ঢুকবে না ঘ্রাণ।
শরীরে তোমার পোশাকআশাক অনেক দামি যে!
ভিতরে কিন্তু সুবাস নেইকো!
গায়েগতরেই কথিত মানুষ হয়তো হয়েছো
ভিতরে তোমার সবই শূন্য।
বাগানে গিয়েও তুমি আজকাল পাচ্ছো না কোনো
ফুলের সুবাস কিংবা সৌরভ!
খোঁজ নিয়ে দেখো, তোমার হৃদয়ে জন্মেছে কোনো
ভয়ানক ব্যাধি কিংবা অসুখ।
মনের আড়ালে তোমার যে আরো এক মন আছে
সেখানে খুঁজবে ব্যাধি-আলামত,
আপনা-আপনি তারপর তুমি ভীষণ নীরবে
করবে তোমার মনোচিকিৎসা।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
গোলাপের গায়ে গন্ধ খুঁজেও পেলে না কিছুই
দোষটা তোমার, গোলাপের নয়।
তোমার হৃদয়ে জমেছে অনেক ব্যাধি-কালব্যাধি
সেখানে কখনো ঢুকবে না ঘ্রাণ।
শরীরে তোমার পোশাকআশাক অনেক দামি যে!
ভিতরে কিন্তু সুবাস নেইকো!
গায়েগতরেই কথিত মানুষ হয়তো হয়েছো
ভিতরে তোমার সবই শূন্য।
বাগানে গিয়েও তুমি আজকাল পাচ্ছো না কোনো
ফুলের সুবাস কিংবা সৌরভ!
খোঁজ নিয়ে দেখো, তোমার হৃদয়ে জন্মেছে কোনো
ভয়ানক ব্যাধি কিংবা অসুখ।
মনের আড়ালে তোমার যে আরো এক মন আছে
সেখানে খুঁজবে ব্যাধি-আলামত,
আপনা-আপনি তারপর তুমি ভীষণ নীরবে
করবে তোমার মনোচিকিৎসা।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২১/০৪/২০২২চমৎকার
-
শুভজিৎ বিশ্বাস ২১/০৪/২০২২বেশ হয়েছে
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০৪/২০২২দারুণ লাগলো
-
ফয়জুল মহী ২০/০৪/২০২২দারুণ ভালো লাগা অনুপম প্রকাশ,
শুভকামনা অবিরত। -
আব্দুর রহমান আনসারী ১৯/০৪/২০২২বাস্তব পরিস্থিতিতে অত্যন্ত মূল্যবান লেখা