মরণ তোমার ঘাড়ের কাছে
মরণ তোমার ঘাড়ের কাছে
সাইয়িদ রফিকুল হক
মরণ তোমার ঘাড়ের কাছে,
তবু দেখি তুমি লোভে ব্যস্ত!
এই দুনিয়াতে কত মানুষ!
কত বিচিত্র জীবন তার,
কেউ ভাবে নাকো মরণ-কথা।
মানুষের আজ কী হয়েছে রে?
কেন যে ক্ষেপেছে এই মানুষ!
ছোট্ট জীবনে কত চায় সে?
কতদূরে যাবে এই মানুষ?
মরণ তোমার ঘাড়ের কাছে
তবু দেখি লোভ মনগভীরে!
সাইয়িদ রফিকুল হক
১৬/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
মরণ তোমার ঘাড়ের কাছে,
তবু দেখি তুমি লোভে ব্যস্ত!
এই দুনিয়াতে কত মানুষ!
কত বিচিত্র জীবন তার,
কেউ ভাবে নাকো মরণ-কথা।
মানুষের আজ কী হয়েছে রে?
কেন যে ক্ষেপেছে এই মানুষ!
ছোট্ট জীবনে কত চায় সে?
কতদূরে যাবে এই মানুষ?
মরণ তোমার ঘাড়ের কাছে
তবু দেখি লোভ মনগভীরে!
সাইয়িদ রফিকুল হক
১৬/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল মান্নান মল্লিক ২৫/০৪/২০২২বেশ ভালো
-
মোঃ বুলবুল হোসেন ১৮/০৪/২০২২অপূর্ব
-
রূপক কুমার রক্ষিত ১৭/০৪/২০২২Real
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৪/২০২২সত্য কথা ভাই।
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৪/২০২২অপূর্ব