বেশি রঙ ভালো নয়
বেশি রঙ ভালো নয়
সাইয়িদ রফিকুল হক
মনে তোর যদি থাকে রঙ,
জীবনে তবে আসবে ঢঙ।
ঢঙের বাইরে যাবি নাকো বেশি
সেখানে পাবি শুধু ভুলের পেশি।
ভুল যদি থাকে রে জীবনে
সুখ পাবি না তবে মরণে।
শান্তি আছে সরলতার পথে,
আয় না ভাই চড়ি সরলরথে।
বেশি রঙঢঙ ভালো নয়,
রঙ দেখে মনে লাগে ভয়।
জীবনের মানে প্রকৃতির মাঝে,
এসো মিশে যাই জীবনের কাজে।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
মনে তোর যদি থাকে রঙ,
জীবনে তবে আসবে ঢঙ।
ঢঙের বাইরে যাবি নাকো বেশি
সেখানে পাবি শুধু ভুলের পেশি।
ভুল যদি থাকে রে জীবনে
সুখ পাবি না তবে মরণে।
শান্তি আছে সরলতার পথে,
আয় না ভাই চড়ি সরলরথে।
বেশি রঙঢঙ ভালো নয়,
রঙ দেখে মনে লাগে ভয়।
জীবনের মানে প্রকৃতির মাঝে,
এসো মিশে যাই জীবনের কাজে।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৪/২০২২বেশী কিছু ভালো নয়!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৪/২০২২সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১৬/০৪/২০২২সুন্দর এক অনুভব
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০৪/২০২২সুন্দর অনুভবী উচ্চারণ।
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৪/২০২২অতি সুন্দর