বাংলা-নববর্ষ
বাংলা-নববর্ষ
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলোর নিষেধাজ্ঞা সবাই গেল ভুলে
নববর্ষে খোশমেজাজে পান্তা নিলো তুলে!
বৈশাখে তাই জমলো আবার আনন্দেরই মেলা,
এই বোশেখে বৃষ্টি হবে ভাসবে কলার ভেলা।
নতুন শাড়ি আর পাঞ্জাবিতে ভরে গেছে শহর,
ফতোয়াবাজ ঢেলেছিল কানে কত কহর!
তবু দেখি বাঙালিরা শোনে নাই তার কথা,
বাঙালিদের ইতিহাসে এ যে বিরাট প্রথা।
বোশেখ মানে ঘর ছেড়ে সব ঘুরবে বটের মূলে,
কেউবা আবার ঘরে বসে থাকবে মনের ভুলে।
হরেকরকম মানুষগুলো দেশকে ভালোবাসে,
সবকিছু যে ভুলে গিয়ে একসাথে তাই হাসে।
বছরঘুরে বোশেখ আসবে, বোশেখ চলে যাবে,
কোনোরকম ঘটবে না রদ বাঙালিদের ভাবে।
বৈশাখ তাই বাঙালিদের মিলনমেলার উৎস,
চিরদিন তাই থাকবে টিকে বাংলা-নববর্ষ।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলোর নিষেধাজ্ঞা সবাই গেল ভুলে
নববর্ষে খোশমেজাজে পান্তা নিলো তুলে!
বৈশাখে তাই জমলো আবার আনন্দেরই মেলা,
এই বোশেখে বৃষ্টি হবে ভাসবে কলার ভেলা।
নতুন শাড়ি আর পাঞ্জাবিতে ভরে গেছে শহর,
ফতোয়াবাজ ঢেলেছিল কানে কত কহর!
তবু দেখি বাঙালিরা শোনে নাই তার কথা,
বাঙালিদের ইতিহাসে এ যে বিরাট প্রথা।
বোশেখ মানে ঘর ছেড়ে সব ঘুরবে বটের মূলে,
কেউবা আবার ঘরে বসে থাকবে মনের ভুলে।
হরেকরকম মানুষগুলো দেশকে ভালোবাসে,
সবকিছু যে ভুলে গিয়ে একসাথে তাই হাসে।
বছরঘুরে বোশেখ আসবে, বোশেখ চলে যাবে,
কোনোরকম ঘটবে না রদ বাঙালিদের ভাবে।
বৈশাখ তাই বাঙালিদের মিলনমেলার উৎস,
চিরদিন তাই থাকবে টিকে বাংলা-নববর্ষ।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৫/০৪/২০২২ভালো ভাবনা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৪/২০২২সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৪/২০২২সুন্দর আন্তরিক ব্যক্ততা!
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২ভালো লেখা। সুন্দর লেখা।