www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা ফোটাতে

কবিতা ফোটাতে
সাইয়িদ রফিকুল হক

টসটসে ফলের মতো টসটসে শব্দ হলেই
অমনি একটা কবিতা হয়ে যায় না!
কবিতার দেহটা অতীব লোভনীয় হলেই
তাকে একটা কবিতা বলা যায় না।

ভাষা আর ভাব তোমার, চিন্তাও তোমার
তবে কেন গড়তে পারো না তুমি
মনের মতো করে একটা পুষ্পসম কবিতা!
ভাবনার লাগাম ছেড়ে দিয়েছো মাতালের মতো
আর হৃদয় ভরে নিয়েছো খুব সাম্প্রদায়িকতা
কবিতা কখনো ফুটবে না তোমার হৃদয়ে।

হাতে ব্যবসার রশি ধরে এসো নাকো কখনো
আমাদের এই মোহনমধুর কাব্যসভায়,
মনে যদি অগাধ প্রেম থাকে কাব্যমঞ্জরীর প্রতি
তবে এসো আমাদের রাজ্যে প্রেমিকের মতো।
ধনকুবের আর যৌবনবিলাসীরাও এখন
খুব আনাগোনা করছে আমাদের কাব্যমন্দিরে!
সবখানে নগ্ন-থাবা বসায়ো না হে নরঘাতকের দল,
স্বর্গ-কাননে তোমাদের লাভের হিসাব চলবে না।

রমণীয় শব্দে দেখা পাবে না কাব্যলক্ষ্মীর
তারচে হৃদয়ের দ্বার খুলে হয়ে যাও
পৃথিবীর কোনো এক মহাসাধক মুক্তবুদ্ধির,
তখন তোমার হৃদয়ে ফুটবে কবিতা।


সাইয়িদ রফিকুল হক
১২/০৪/২০২২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৪/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast