শকুনতলার শকুনেরা
শকুনতলার শকুনেরা
সাইয়িদ রফিকুল হক
তোমরা বলো শকুন নেই তো
সবই নাকি গুজব!
আমরা দেখি শকুন-ছায়া
সে কি তবে আজব?
শকুন এখন চারিদিকে
আরও আছে গুপ্ত,
শকুনগুলো কখনো যে
নয়কো তবে সুপ্ত।
তোমরা যারা শ্যেন লুকাতে
বলছো কথা বাজে,
তারা সবাই করবে দেখা
শকুনতলায় সাঁঝে!
তাইতে চোখে দেখছো নাকো
শকুনতলার শকুন,
মনের সুখে জাবর কেটে
বাছছো কারও উকুন!
কিন্তু শকুন নেইকো বসে
ধার দিচ্ছে খুব ঠোঁটে!
এই শকুনেরা করবে লড়াই
আসছে সামনের ভোটে!
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
তোমরা বলো শকুন নেই তো
সবই নাকি গুজব!
আমরা দেখি শকুন-ছায়া
সে কি তবে আজব?
শকুন এখন চারিদিকে
আরও আছে গুপ্ত,
শকুনগুলো কখনো যে
নয়কো তবে সুপ্ত।
তোমরা যারা শ্যেন লুকাতে
বলছো কথা বাজে,
তারা সবাই করবে দেখা
শকুনতলায় সাঁঝে!
তাইতে চোখে দেখছো নাকো
শকুনতলার শকুন,
মনের সুখে জাবর কেটে
বাছছো কারও উকুন!
কিন্তু শকুন নেইকো বসে
ধার দিচ্ছে খুব ঠোঁটে!
এই শকুনেরা করবে লড়াই
আসছে সামনের ভোটে!
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৪/২০২২চমৎকার প্রকাশ
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৪/২০২২বরাবরের মতো অসাধারণ!
-
আলমগীর সরকার লিটন ১২/০৪/২০২২চমৎকার
-
আব্দুর রহমান আনসারী ১১/০৪/২০২২বেশ সুন্দর