মানুষ এখন গোলাপের ভক্ত নয়
মানুষ এখন গোলাপের ভক্ত নয়
সাইয়িদ রফিকুল হক
গোলাপগুলো এখন নির্বাসনে
ব্যাধি আর কাঁটায় ছেয়ে গেছে সমস্ত বাগান!
পৃথিবীর সকল ফুল ঝরে-ঝরে পড়ছে প্রতিদিন,
এসব দেখেও কারও কোনো অনুশোচনা নেই।
মানুষ এখন গোলাপের নয় ব্যাধির ভক্ত
সুবাসে ডুবে নয় কাঁটার ঘায়ে জর্জরিত হয়ে মরতে চায়!
অনিন্দ্য রূপের সুবাসে মন ভরে না আজকাল কারও,
ব্যাধি ফুটছে তাই যত্রতত্র―শহরে, বন্দরে আর গ্রামে।
পৃথিবীর গোলাপগুলো এখন নির্বাসনে
রাজকীয় ব্যাধি আর কুসংস্কারের ভীষণ আগ্রাসন!
বাগানে-বাগানে সারি-সারি শোভা পাচ্ছে বিষবৃক্ষ,
মানুষ এখন গোলাপের ভক্ত নয়―শয়তানের পূজারী।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
গোলাপগুলো এখন নির্বাসনে
ব্যাধি আর কাঁটায় ছেয়ে গেছে সমস্ত বাগান!
পৃথিবীর সকল ফুল ঝরে-ঝরে পড়ছে প্রতিদিন,
এসব দেখেও কারও কোনো অনুশোচনা নেই।
মানুষ এখন গোলাপের নয় ব্যাধির ভক্ত
সুবাসে ডুবে নয় কাঁটার ঘায়ে জর্জরিত হয়ে মরতে চায়!
অনিন্দ্য রূপের সুবাসে মন ভরে না আজকাল কারও,
ব্যাধি ফুটছে তাই যত্রতত্র―শহরে, বন্দরে আর গ্রামে।
পৃথিবীর গোলাপগুলো এখন নির্বাসনে
রাজকীয় ব্যাধি আর কুসংস্কারের ভীষণ আগ্রাসন!
বাগানে-বাগানে সারি-সারি শোভা পাচ্ছে বিষবৃক্ষ,
মানুষ এখন গোলাপের ভক্ত নয়―শয়তানের পূজারী।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/০৪/২০২২খুবই চমৎকার লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৪/২০২২দারুণ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৪/২০২২অসাধারন লেখ্নীতে একরাশ মুগ্ধতা।