অন্ধকারের প্রহরীরা
অন্ধকারের প্রহরীরা
সাইয়িদ রফিকুল হক
দিনের আলো স্বচ্ছ হলেও
স্বচ্ছ নয় মানুষের হৃদয়!
অন্ধকারের মতো হৃদয়গুলো
জেঁকে বসেছে গলিতপ্রাণে।
অন্ধকার খুব চেনা যায়,
আলো চেনা যায় না বেশি!
আলোর মাঝে আজকে দেখি
ভীষণ নৃত্য করছে অন্ধকার!
অন্ধকারের খাদকেরা এখন
থাবা বসিয়েছে দিনদুপুরে!
বাইরে আলোর খেলা চলছে
আর ভিতরে রাজত্ব অন্ধকারের!
আলো দেখলে এখন ভয় লাগে
সবকিছু ঢেকে আছে অন্ধকারে!
অন্ধকারের বিশ্বস্ত প্রহরীরা এখন
হতে চায় আলোর ফেরিওয়ালা!
সাইয়িদ রফিকুল হক
০৮/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
দিনের আলো স্বচ্ছ হলেও
স্বচ্ছ নয় মানুষের হৃদয়!
অন্ধকারের মতো হৃদয়গুলো
জেঁকে বসেছে গলিতপ্রাণে।
অন্ধকার খুব চেনা যায়,
আলো চেনা যায় না বেশি!
আলোর মাঝে আজকে দেখি
ভীষণ নৃত্য করছে অন্ধকার!
অন্ধকারের খাদকেরা এখন
থাবা বসিয়েছে দিনদুপুরে!
বাইরে আলোর খেলা চলছে
আর ভিতরে রাজত্ব অন্ধকারের!
আলো দেখলে এখন ভয় লাগে
সবকিছু ঢেকে আছে অন্ধকারে!
অন্ধকারের বিশ্বস্ত প্রহরীরা এখন
হতে চায় আলোর ফেরিওয়ালা!
সাইয়িদ রফিকুল হক
০৮/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৮/০৪/২০২২অসাধারণ
-
অভিজিৎ হালদার ০৮/০৪/২০২২সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ
-
আখলাক হুসাইন ০৮/০৪/২০২২কষ্টের বহিঃপ্রকাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৪/২০২২দারুণ
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৪/২০২২চমৎকার