ফিরে আয় সত্যের ডাকে
ফিরে আয় সত্যের ডাকে
সাইয়িদ রফিকুল হক
ধর্মকে তুই লাগিয়েছিস ব্যবসার কাজে,
জীবনটা তোর আটকে গেল পাপের ভাঁজে!
পরকালের চিন্তা যদি একটুও থাকে,
ফিরে আয় তুই, জীবনের সেই সত্যের ডাকে।
আর কত দিন করবি রে তুই ধোঁকাবাজি?
সত্যের ডাকে সাড়া দেয় না তোর মনমাঝি?
সব ফেলে আজ ফিরে আয় তুই স্বর্গপথে,
একনিমিষে চড়তে পারবি সত্য-রথে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৪/২০২২
সাইয়িদ রফিকুল হক
ধর্মকে তুই লাগিয়েছিস ব্যবসার কাজে,
জীবনটা তোর আটকে গেল পাপের ভাঁজে!
পরকালের চিন্তা যদি একটুও থাকে,
ফিরে আয় তুই, জীবনের সেই সত্যের ডাকে।
আর কত দিন করবি রে তুই ধোঁকাবাজি?
সত্যের ডাকে সাড়া দেয় না তোর মনমাঝি?
সব ফেলে আজ ফিরে আয় তুই স্বর্গপথে,
একনিমিষে চড়তে পারবি সত্য-রথে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৪/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৪/২০২২সত্য বিনে সবই বৃথা!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০৪/২০২২সুন্দর প্রকাশ।
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৪/২০২২অনুপম