যাহা ছিল হাতে
যাহা ছিল হাতে
যাহা ছিল হাতে সবই দিলাম
তোমারই হাতে তুলে,
সবকিছু পেয়ে তুমি হে আমার
যোয়ো না আমাকে ভুলে!
হৃদয়ের মাঝে রাখি নাই কোনো
ঐ অবহেলার ফাঁক,
মনের ভুলেও তুমি হে আমার
তৈরি কোরো নাকো বাঁক!
যাহা ছিল হাতে সবই দিলাম
তোমারই হাতে তুলে,
সবকিছু পেয়ে তুমি হে আমার
যোয়ো না আমাকে ভুলে!
হৃদয়ের মাঝে রাখি নাই কোনো
ঐ অবহেলার ফাঁক,
মনের ভুলেও তুমি হে আমার
তৈরি কোরো নাকো বাঁক!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৪/২০২২তুলনারহিত
-
আলমগীর সরকার লিটন ০৩/০৪/২০২২বেশ অনুভূতির প্রকাশ
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০৪/২০২২অতুলণীয় আন্তরিক অনুভব!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৪/২০২২হৃদয়ের দুয়ার সুন্দর সরল হোক।