শকুন উড়ছে
শকুনগুলো উড়ছে
সাইয়িদ রফিকুল হক
কে বলে শকুন নেই সোনার বাংলায়?
শকুনগুলো উড়ছে আকাশে-বাতাসে!
শকুন এখনো আছে বাংলার শরীরে,
শকুন-নির্মূলের উদ্যোগ নেই!
শকুনগুলো উড়ছে খুব দুঃসাহসে,
আগের মতো দেখছি শকুনের ছায়া!
ঘুমিয়ে থেকো নাকো হে দেশপ্রেমিকেরা
শুনতে পাচ্ছো আজো ডানা-ঝাপটানো?
আমাদের ভূখণ্ড কত স্বপ্নের,
শহিদ-রক্তভেজা মাটিতে শকুন
আজো ডানা-ঝাপটায় কী যে দুঃসাহসে!
শকুন-বধে চাইছি স্থায়ী বিধি।
সাইয়িদ রফিকুল হক
৩১/০৩/২০২২
সাইয়িদ রফিকুল হক
কে বলে শকুন নেই সোনার বাংলায়?
শকুনগুলো উড়ছে আকাশে-বাতাসে!
শকুন এখনো আছে বাংলার শরীরে,
শকুন-নির্মূলের উদ্যোগ নেই!
শকুনগুলো উড়ছে খুব দুঃসাহসে,
আগের মতো দেখছি শকুনের ছায়া!
ঘুমিয়ে থেকো নাকো হে দেশপ্রেমিকেরা
শুনতে পাচ্ছো আজো ডানা-ঝাপটানো?
আমাদের ভূখণ্ড কত স্বপ্নের,
শহিদ-রক্তভেজা মাটিতে শকুন
আজো ডানা-ঝাপটায় কী যে দুঃসাহসে!
শকুন-বধে চাইছি স্থায়ী বিধি।
সাইয়িদ রফিকুল হক
৩১/০৩/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৪/২০২২বেশ!!
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৪/২০২২বেশ বলেছেন!
-
আব্দুর রহমান আনসারী ০১/০৪/২০২২সত্যই শকুনিরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নাশ্বাস
-
ফয়জুল মহী ০১/০৪/২০২২বাহ্ খুব সুন্দর লিখেছেন