কবিতারা কথা বলে না
কবিতারা কথা বলে না
সাইয়িদ রফিকুল হক
কবিতারা কথা বলে নাকো ছন্দের অভাবে,
কবি হতে হয় যে আজকে নিজস্ব স্বভাবে।
উল্টাপাল্টা তালগোলে কে হবে আজ কবি!
কবিতা হয় শুধু আঁকলে রমণীদের ছবি?
কবিতা হয় না ভণ্ডের গরল স্পর্শে,
কবিতা হয় না লোভীদের বেশুমার হর্ষে!
কবিতা ফোটে মানুষ-হাতে প্রেমিকের ঝুলিতে,
রূপ-কবিতা লিখতে হলে মন হবে খুলিতে।
৩০/০৩/২০২২
সাইয়িদ রফিকুল হক
কবিতারা কথা বলে নাকো ছন্দের অভাবে,
কবি হতে হয় যে আজকে নিজস্ব স্বভাবে।
উল্টাপাল্টা তালগোলে কে হবে আজ কবি!
কবিতা হয় শুধু আঁকলে রমণীদের ছবি?
কবিতা হয় না ভণ্ডের গরল স্পর্শে,
কবিতা হয় না লোভীদের বেশুমার হর্ষে!
কবিতা ফোটে মানুষ-হাতে প্রেমিকের ঝুলিতে,
রূপ-কবিতা লিখতে হলে মন হবে খুলিতে।
৩০/০৩/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩১/০৩/২০২২চমৎকার
-
আলমগীর সরকার লিটন ৩১/০৩/২০২২চমৎাকর কবি ও কবিতা কবি দা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০৩/২০২২সুন্দর প্রকাশ করেছেন।
-
ফয়জুল মহী ৩০/০৩/২০২২সুনির্মল উপস্থাপন
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৩/২০২২বেশ ভালো