রাজাকার শব্দটি শুনলে
রাজাকার শব্দটি শুনলে
সাইয়িদ রফিকুল হক
রাজাকার শব্দটি শুনলে তোর দেখি গা চুলকায়,
আর মাথাটা কেমন যেন করে ওঠে খুব ঝিমঝিম!
রাজাকার শব্দটি শুনে তোর কলিজায় ধরে যায় আগুন,
বুঝতে পারি, একদিন তুইও বুঝি কোনো রাজাকার ছিলি?
রাজাকার শব্দটি আজও এই বাংলার সর্বাপেক্ষা ঘৃণিত শব্দ,
যাদের বাপ-দাদা একাত্তরে ছিল ওই কুখ্যাত রাজাকার
এই শব্দটি তারা আজও সহজে হজম করতে পারে না,
তাদের শরীরে বেড়ে যায় বিছুটিপাতার ভীষণ-ভীষণ জ্বালা!
মুক্তিযুদ্ধ শব্দটি শুনে ওরা আরও বেশি ক্ষেপে যায়,
কখনো-কখনো হয়ে ওঠে একেবারে চূড়ান্ত বেসামাল!
একাত্তরে ওদের পিতা আর পিতামহরাও এভাবে জ্বলে উঠতো,
আজও কালসাপেরা সহ্য করতে পারে না পবিত্র মুক্তিযুদ্ধ শব্দটি।
মুক্তিযোদ্ধার কথা শুনলে যারা হাসে আর খুব বিদ্রুপ করে
তোমরা জেনে রাখো, তাদের শরীরে বহমান পাকিস্তানিদের রক্ত।
এদের পূর্বপুরুষরা যে একদিন এঁদের কাছেই দিয়েছিল নাকে খত,
মুক্তিযোদ্ধা শব্দটি তাই ওদের কাছে আজও এক আতংকের নাম।
রাজাকার শব্দটিকে অনেকে একেবারে ফসিল হয়ে যেতে বলে,
আমরা ওদের আগের মতো ঠিকঠাক আবারও চিনে ফেলেছি।
পাকিরক্তের সন্তানেরা সইতে পারে না রাজাকার শব্দটিকে,
তাই প্রতিদিন তোমরা রাজাকারকে বলবে আরও বেশি রাজাকার।
সাইয়িদ রফিকুল হক
০৯/০২/২০২২
সাইয়িদ রফিকুল হক
রাজাকার শব্দটি শুনলে তোর দেখি গা চুলকায়,
আর মাথাটা কেমন যেন করে ওঠে খুব ঝিমঝিম!
রাজাকার শব্দটি শুনে তোর কলিজায় ধরে যায় আগুন,
বুঝতে পারি, একদিন তুইও বুঝি কোনো রাজাকার ছিলি?
রাজাকার শব্দটি আজও এই বাংলার সর্বাপেক্ষা ঘৃণিত শব্দ,
যাদের বাপ-দাদা একাত্তরে ছিল ওই কুখ্যাত রাজাকার
এই শব্দটি তারা আজও সহজে হজম করতে পারে না,
তাদের শরীরে বেড়ে যায় বিছুটিপাতার ভীষণ-ভীষণ জ্বালা!
মুক্তিযুদ্ধ শব্দটি শুনে ওরা আরও বেশি ক্ষেপে যায়,
কখনো-কখনো হয়ে ওঠে একেবারে চূড়ান্ত বেসামাল!
একাত্তরে ওদের পিতা আর পিতামহরাও এভাবে জ্বলে উঠতো,
আজও কালসাপেরা সহ্য করতে পারে না পবিত্র মুক্তিযুদ্ধ শব্দটি।
মুক্তিযোদ্ধার কথা শুনলে যারা হাসে আর খুব বিদ্রুপ করে
তোমরা জেনে রাখো, তাদের শরীরে বহমান পাকিস্তানিদের রক্ত।
এদের পূর্বপুরুষরা যে একদিন এঁদের কাছেই দিয়েছিল নাকে খত,
মুক্তিযোদ্ধা শব্দটি তাই ওদের কাছে আজও এক আতংকের নাম।
রাজাকার শব্দটিকে অনেকে একেবারে ফসিল হয়ে যেতে বলে,
আমরা ওদের আগের মতো ঠিকঠাক আবারও চিনে ফেলেছি।
পাকিরক্তের সন্তানেরা সইতে পারে না রাজাকার শব্দটিকে,
তাই প্রতিদিন তোমরা রাজাকারকে বলবে আরও বেশি রাজাকার।
সাইয়িদ রফিকুল হক
০৯/০২/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২১/০৩/২০২২বেশ ভালো
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০২/২০২২একদম!
বেশ বলেছেন প্রিয় কবি! -
শুভজিৎ বিশ্বাস ০৯/০২/২০২২বেশ প্রতিবাদের সুর দেখতে পাচ্ছি কবিতাটিতে