ভালোমানুষ
ভালোমানুষ ফুলের মতো
ঝরে গেলেও তার সুবাস
পৃথিবীতে রেখে যায়।
মন্দলোক বিষ্ঠার মতো
দুর্গন্ধ ছড়ায় পৃথিবীতে
জীবিত কিংবা মৃত হয়েও।
ঝরে গেলেও তার সুবাস
পৃথিবীতে রেখে যায়।
মন্দলোক বিষ্ঠার মতো
দুর্গন্ধ ছড়ায় পৃথিবীতে
জীবিত কিংবা মৃত হয়েও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ০৯/০২/২০২২চমৎকার প্রকাশ অনুভুতি
-
আলমগীর সরকার লিটন ০৯/০২/২০২২জি অনেক ভালবাসা
-
সাদ্দাম হোসেন পবন ০৮/০২/২০২২আপনার লেখনিতে বাস্তবতা ফুটে উঠেছে