মানুষের স্বভাব
রাত কাঁদে দিনের শোকে
দিন ফুরালে কিছুই জানে না লোকে!
পরানের ভিতরে কত ব্যথা কেউ করে না হিসাব
দুঃখ গোপন করে হাসাটা সব মানুষের স্বভাব।
দিন ফুরালে কিছুই জানে না লোকে!
পরানের ভিতরে কত ব্যথা কেউ করে না হিসাব
দুঃখ গোপন করে হাসাটা সব মানুষের স্বভাব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১১/০৩/২০২২সুখপাঠ্য
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০২/২০২২এই ত কালের খেলা।
-
বিধান চন্দ্র ধর ০৬/০২/২০২২চমৎকার আরও চাই।
-
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০৬/০২/২০২২সুন্দর লেখা
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০২/২০২২এটাই হয়তো জীবনের খেলা!
-
ফয়জুল মহী ০৫/০২/২০২২Right