ভেজালের ভিড়ে
ভেজালের ভিড়ে
সাইয়িদ রফিকুল হক
খাঁটি জিনিসের পড়ে গেছে বাজার,
বাজারদর বেড়েছে শুধু ভেজালের!
চারিদিকে পাশবিকতার উল্লাস তাই,
সবখানে এখন ভেজালের ছড়াছড়ি।
কে দেখবে সমাজের হালহাকিকত?
বুদ্ধিজীবী এখন বাঁধা থাকে গোয়ালে!
শাস্ত্রবচন গেয়ে যায় জেনাখোর-দল,
ভেজাল-ভিড়ে আসল খোঁজে বোকা!
সাইয়িদ রফিকুল হক
০৩/০২/২০২২
সাইয়িদ রফিকুল হক
খাঁটি জিনিসের পড়ে গেছে বাজার,
বাজারদর বেড়েছে শুধু ভেজালের!
চারিদিকে পাশবিকতার উল্লাস তাই,
সবখানে এখন ভেজালের ছড়াছড়ি।
কে দেখবে সমাজের হালহাকিকত?
বুদ্ধিজীবী এখন বাঁধা থাকে গোয়ালে!
শাস্ত্রবচন গেয়ে যায় জেনাখোর-দল,
ভেজাল-ভিড়ে আসল খোঁজে বোকা!
সাইয়িদ রফিকুল হক
০৩/০২/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৩/২০২২অনুপম
-
জামাল উদ্দিন জীবন ০৫/০২/২০২২ভালো লাগলো
-
বিধান চন্দ্র ধর ০৫/০২/২০২২চারিদিকে শুধুই ভেজাল আর ভেজাল ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০২/২০২২পৃথিবীটা ভেজাল এ সয়লাব।
-
ফয়জুল মহী ০৩/০২/২০২২অত্যন্ত চমৎকার কবিতা রচিয়েছেন।