মন পড়তে গেলে
মন পড়তে গেলে
কার মনে কী পড়তে গেলে
ভাঙবে তোমার ভুল,
সত্য জেনে মনের দুঃখে
ছিঁড়বে মাথার চুল!
মনটা কী আর বুঝবে পড়ে?
সব কি পড়া যায়?
এই দুনিয়ায় কেউ নিবে না
মিথ্যার বলার দায়।
কার মনে কী পড়তে গেলে
ভাঙবে তোমার ভুল,
সত্য জেনে মনের দুঃখে
ছিঁড়বে মাথার চুল!
মনটা কী আর বুঝবে পড়ে?
সব কি পড়া যায়?
এই দুনিয়ায় কেউ নিবে না
মিথ্যার বলার দায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৬/০১/২০২২ভালো
-
ফয়জুল মহী ১৫/০১/২০২২অনুপম প্রকাশ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০১/২০২২অল্পতে খুব সুন্দর লিখেছেন।