নেতা এখন অনেক
নেতা এখন অনেক
(একজন নেতাকে স্মরণ করে)
সাইয়িদ রফিকুল হক
নেতা এখন অনেক
আমড়াগাছের পাতার মতো,
যারা রিকশাওয়ালার প্যাডেলের টাকাও খায়।
কিন্তু তোমার মতো নেতা কোথায়?
যে কিনা নিজের পকেটের টাকা খরচ করে
শত গরিবকে কিনে দিতো একটা রিকশা!
পাতিনেতাদের জন্মদিন পালিত হয় আজকাল
খুব সাড়ম্বরে বড়সড় ফাইভ-স্টার হোটেলে!
আসল নেতারা কোনাদিন ঢুকতে পারে না সেখানে।
নেতারা বুঝি আজ চিরতরে অপস্রিয়মাণ!
সংখ্যালঘু ভালোমানুষের এই আজব দেশে
পাতিরা এখন আখের গুছিয়ে খাচ্ছে লুটেপুটে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
০৩/০১/২০২২ See less
(একজন নেতাকে স্মরণ করে)
সাইয়িদ রফিকুল হক
নেতা এখন অনেক
আমড়াগাছের পাতার মতো,
যারা রিকশাওয়ালার প্যাডেলের টাকাও খায়।
কিন্তু তোমার মতো নেতা কোথায়?
যে কিনা নিজের পকেটের টাকা খরচ করে
শত গরিবকে কিনে দিতো একটা রিকশা!
পাতিনেতাদের জন্মদিন পালিত হয় আজকাল
খুব সাড়ম্বরে বড়সড় ফাইভ-স্টার হোটেলে!
আসল নেতারা কোনাদিন ঢুকতে পারে না সেখানে।
নেতারা বুঝি আজ চিরতরে অপস্রিয়মাণ!
সংখ্যালঘু ভালোমানুষের এই আজব দেশে
পাতিরা এখন আখের গুছিয়ে খাচ্ছে লুটেপুটে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
০৩/০১/২০২২ See less
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০১/২০২২খুব সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/০১/২০২২সত্যতা রয়েছে।
-
শুভজিৎ বিশ্বাস ০৪/০১/২০২২স্মরণীকা হিসেবে খুব সুন্দর....
-
ফয়জুল মহী ০৪/০১/২০২২চমৎকার উপস্থাপন