পোশাকের ভিতরে
পোশাকের ভিতরে
ধবধবে পোশাকের ভিতরে
বসে আছে অনেক কালভুজঙ্গ!
সবকয়টাকে চিনি, ওরা যে শত্রু।
পোশাক আর পেশাটা বদল করেও
তোমরা পারোনি আজো নিজেদের লুকাতে।
তোমাদের পরিচয় যে লেখা আছে ইতিহাসে
মানুষ ভোলেনি তাই পাপের ইতিহাস সেই।
ধবধবে পোশাকের ভিতরে
বসে আছে অনেক কালভুজঙ্গ!
সবকয়টাকে চিনি, ওরা যে শত্রু।
পোশাক আর পেশাটা বদল করেও
তোমরা পারোনি আজো নিজেদের লুকাতে।
তোমাদের পরিচয় যে লেখা আছে ইতিহাসে
মানুষ ভোলেনি তাই পাপের ইতিহাস সেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০১/২০২২খুব ভাল
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০১/২০২২পোষাকে নিজেকে লুকানো যায় না।
-
শুভজিৎ বিশ্বাস ০২/০১/২০২২খুব খুব সুন্দর।
-
ফয়জুল মহী ০২/০১/২০২২নান্দনিক প্রকাশ
-
রাসেল মিয়া ০২/০১/২০২২চমৎকার