আমাদের ক্ষুদ্র জীবনে
আমাদের ক্ষুদ্র জীবনে
সাইয়িদ রফিকুল হক
হঠাৎ মাটিফুঁড়ে উঠিনি
আসমান থেকেও পড়িনি
কিংবা আচমকা আসিনি।
আমরা এই মাটির ছেলে
আমাদের দেখে তা বুঝবে
সহজেই চিনবে আমাকে।
আমাদের ক্ষুদ্র জীবনে
মহৎ কোনো গল্প নেই
সবই নির্মম সত্য।
সাইয়িদ রফিকুল হক
২১/১২/২০২১
সাইয়িদ রফিকুল হক
হঠাৎ মাটিফুঁড়ে উঠিনি
আসমান থেকেও পড়িনি
কিংবা আচমকা আসিনি।
আমরা এই মাটির ছেলে
আমাদের দেখে তা বুঝবে
সহজেই চিনবে আমাকে।
আমাদের ক্ষুদ্র জীবনে
মহৎ কোনো গল্প নেই
সবই নির্মম সত্য।
সাইয়িদ রফিকুল হক
২১/১২/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/১২/২০২১সুন্দর ব্যাখ্যা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/১২/২০২১সবকিছু ঠিক প্রকাশ পেল না কবিতায়।
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১২/২০২১সুন্দর বলেছেন!
-
ফয়জুল মহী ২১/১২/২০২১সুরচনা । দারুণ