সেদিন রাতে দেখেছি
সেদিন রাতে দেখেছি
সাইয়িদ রফিকুল হক
সেদিন রাতে দেখেছি যেন
এক ধর্ষিতার মুখ!
দুনিয়া থেকে কবরে যেন
তার হয়েছে বড় সুখ!
মৃত্যুতে সে বেঁচে গিয়েছে
প্রতিদিনের ধর্ষণ থেকে,
সেদিন রাতে তার কথায়
অন্ধকারে গিয়েছি ঢেকে!
সাইয়িদ রফিকুল হক
২০/১২/২০২১
সাইয়িদ রফিকুল হক
সেদিন রাতে দেখেছি যেন
এক ধর্ষিতার মুখ!
দুনিয়া থেকে কবরে যেন
তার হয়েছে বড় সুখ!
মৃত্যুতে সে বেঁচে গিয়েছে
প্রতিদিনের ধর্ষণ থেকে,
সেদিন রাতে তার কথায়
অন্ধকারে গিয়েছি ঢেকে!
সাইয়িদ রফিকুল হক
২০/১২/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/১২/২০২১বিষাদের লেখা।
-
অভিজিৎ হালদার ২১/১২/২০২১ভালো ভাবনা
-
ফয়জুল মহী ২০/১২/২০২১সুপাঠ্য ।