ভুল করিস না আবার
ভুল করিস না আবার
সাইয়িদ রফিকুল হক
অনেকবড় বিজয় হইছে
এইটা ভাইবা থাকিস নারে বসে,
রাজাকারের বাচ্চাগুলো
লাফায় বেশি, থাপ্পড় লাগা কষে।
এখনও যে পুরা বিজয়
আসতে অনেক বাকি!
দেশের বুকে রাজাকার যে
এমন লজ্জা কোথায় রাখি?
রাজাকারদের আপন ভেবে
ভুল করিস না বীর-বাঙালি আবার,
দুর্বলতার সুযোগ নিয়ে
বাংলাদেশটা করবে ওরা সাবাড়!
সাইয়িদ রফিকুল হক
১৬/১২/২০২১
সাইয়িদ রফিকুল হক
অনেকবড় বিজয় হইছে
এইটা ভাইবা থাকিস নারে বসে,
রাজাকারের বাচ্চাগুলো
লাফায় বেশি, থাপ্পড় লাগা কষে।
এখনও যে পুরা বিজয়
আসতে অনেক বাকি!
দেশের বুকে রাজাকার যে
এমন লজ্জা কোথায় রাখি?
রাজাকারদের আপন ভেবে
ভুল করিস না বীর-বাঙালি আবার,
দুর্বলতার সুযোগ নিয়ে
বাংলাদেশটা করবে ওরা সাবাড়!
সাইয়িদ রফিকুল হক
১৬/১২/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি আল মামুন ২৩/১২/২০২১Nice
-
অভিজিৎ হালদার ১৭/১২/২০২১সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ
-
ফয়জুল মহী ১৬/১২/২০২১খুব সুন্দর লিখেছেন,
মহান বিজয় দিবসের শুভেচ্ছা!