তুই আমাকে দেখতে পারিস না
তুই আমাকে দেখতে পারিস না
তুই আমাকে দেখতে পারিস না জানি,
কেন পারিস না তাও ভালোভাবে জানি।
তোর পিতা একাত্তরে ছিল রাজাকার,
আর আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা।
আমাদের বিরোধ থাকবে চিরদিন,
এবং তোদের ক্ষমা নাই কোনোদিন।
তুই আমাকে দেখতে পারিস না জানি,
কেন পারিস না তাও ভালোভাবে জানি।
তোর পিতা একাত্তরে ছিল রাজাকার,
আর আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা।
আমাদের বিরোধ থাকবে চিরদিন,
এবং তোদের ক্ষমা নাই কোনোদিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমেদ হানিফ ১৭/১২/২০২১সুন্দর!
-
একনিষ্ঠ অনুগত ১৭/১২/২০২১পিতার দোষে পুত্রকে ঘৃণা কি ঠিক হবে ভাই, যদি পুত্র দোষী না হয়, ক্ষমা করে দিয়েন।
-
শ.ম. শহীদ ১৬/১২/২০২১দুদান্র্ত!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/১২/২০২১সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/১২/২০২১good
-
ফয়জুল মহী ১৫/১২/২০২১সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং দোয়া