ওরে গঞ্জিকাসেবী
ওরে গঞ্জিকাসেবী,
কবিতাকে বানিয়েছো নেশার খাদ্য,
মদের বোতলে কেন বাজাও বাদ্য?
ভিতরে নাই কবিতা, বাইরে ভনিতা,
পাণ্ডু ছন্দে হাঁটে কোন সে বণিতা?
ওরে গঞ্জিকাসেবী,
কল্কে ধরে খেলবি আর কত খেলা,
এবার উঠে দাঁড়াও ভাঙ মদ-মেলা।
কবিতার বাড়ি হেঁটে চলো ভাব-বনে,
হারিয়ে যাও ছন্দে, মুগ্ধতা-পণে।
কবিতাকে বানিয়েছো নেশার খাদ্য,
মদের বোতলে কেন বাজাও বাদ্য?
ভিতরে নাই কবিতা, বাইরে ভনিতা,
পাণ্ডু ছন্দে হাঁটে কোন সে বণিতা?
ওরে গঞ্জিকাসেবী,
কল্কে ধরে খেলবি আর কত খেলা,
এবার উঠে দাঁড়াও ভাঙ মদ-মেলা।
কবিতার বাড়ি হেঁটে চলো ভাব-বনে,
হারিয়ে যাও ছন্দে, মুগ্ধতা-পণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৭/১২/২০২১একদিন আমিও এমনি ভাবতাম, এখন ভাবি 'লেখুক্গে, তার খাতা, তার লেখা, তার স্বাধীনতা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/১২/২০২১সুন্দর প্রকাশ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/১২/২০২১সুন্দর পোস্ট
-
ফয়জুল মহী ১২/১২/২০২১চমৎকার প্রকাশ।