কবিতার গলায়
কবিতার গলায় মালা দিয়ো না
কবিতা তোমাদের সইবে না!
কবিতা এখন প্রতিবাদী
তোমাদের কারও ভালো লাগবে না কবিতা।
তারচেয়ে মালা দাও দালালের গলায়
একদিন তোমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল।
কবিতা তোমাদের সইবে না!
কবিতা এখন প্রতিবাদী
তোমাদের কারও ভালো লাগবে না কবিতা।
তারচেয়ে মালা দাও দালালের গলায়
একদিন তোমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/১২/২০২১কবি ও কবিতা দিন দিন অসহায়ের তালিকাভুক্ত হচ্ছে।
-
আলমগীর সরকার লিটন ১২/১২/২০২১খুবি সত্য কথা বলেছেন কবি দা
-
বোরহানুল ইসলাম লিটন ১২/১২/২০২১আন্তরিক খেদে বেশ বলেছেন।
-
Md. Rayhan Kazi ১১/১২/২০২১অনন্য সৃজন