দিন ফুরাবে সাঁঝে
দিন ফুরাবে সাঁঝে
চোখের পানি ধরে রাখো
লাগবে তোমার কাজে,
খুশির জোয়ার বন্ধ হবে
দিন ফুরাবে সাঁঝে!
অহেতুক এই হাসির মানে
বুঝবে তুমি তখন,
হাসির মুক্তা কান্না হয়ে
ঝরবে তোমার যখন।
চোখের পানি ধরে রাখো
লাগবে তোমার কাজে,
খুশির জোয়ার বন্ধ হবে
দিন ফুরাবে সাঁঝে!
অহেতুক এই হাসির মানে
বুঝবে তুমি তখন,
হাসির মুক্তা কান্না হয়ে
ঝরবে তোমার যখন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১১/১২/২০২১বেশ
-
Md. Rayhan Kazi ১১/১২/২০২১অসাধারণ লেখনী
-
ফয়জুল মহী ১০/১২/২০২১অনন্য কথামালা