চিন্তার কিছু নাই
চিন্তার কিছু নাই
আপন ভাইদের
শুইয়ে দাও কবরে।
শত্রুরা সব এসে
দেখভাল করবে তোমার!
চিন্তার কিছু নাই
আপনার স্বার্থে
ভাইয়ের বুকে চালাও ছুরি
হাসিমুখে শয়তান হবে
তোমার খুব পাহারাদার!
আপন ভাইদের
শুইয়ে দাও কবরে।
শত্রুরা সব এসে
দেখভাল করবে তোমার!
চিন্তার কিছু নাই
আপনার স্বার্থে
ভাইয়ের বুকে চালাও ছুরি
হাসিমুখে শয়তান হবে
তোমার খুব পাহারাদার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইসউদ্দিন গায়েন ১০/১২/২০২১অনেক দুঃখ বেদনা সয়ে, হয়তো এমন কথা কবির কলমে প্রকাশ পেয়েছে। তবে, শয়তানের ঋণাত্মক পদচারণার পরিসমাপ্তি ঘটবেই, এবিষয়ে কবিরা নিশ্চিত। শুভেচ্ছা সর্বক্ষণ!
-
ফয়জুল মহী ১০/১২/২০২১খুব ভালো লিখেছেন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/১২/২০২১তবুও চিন্তার কিছুই নাই? ভাবনায়!