চোখ অনেক দামি
চোখ অনেক দামি
সাইয়িদ রফিকুল হক
চোখ অনেক দামি
আরও দামি মন।
চোখ হারিয়ে গেলে
দেখবে মনচোখে।
সবার দেহে থাকে
শুধু দুইটি চোখ,
দুই চোখে কি এই
জীবন চলে ভাই?
চোখ অনেক দামি
যত্নে রেখো তাই,
মনচোখও আছে
ভুলে যেয়ো না কেউ।
সাইয়িদ রফিকুল হক
২৩/১১/২০২১
সাইয়িদ রফিকুল হক
চোখ অনেক দামি
আরও দামি মন।
চোখ হারিয়ে গেলে
দেখবে মনচোখে।
সবার দেহে থাকে
শুধু দুইটি চোখ,
দুই চোখে কি এই
জীবন চলে ভাই?
চোখ অনেক দামি
যত্নে রেখো তাই,
মনচোখও আছে
ভুলে যেয়ো না কেউ।
সাইয়িদ রফিকুল হক
২৩/১১/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২৪/১১/২০২১sundor vabna...
-
মাহতাব বাঙ্গালী ২৩/১১/২০২১মনশ্চক্ষু দিয়েই দেখিতে হবে আপনার ভিতর বাহির
তাহলেই নিজেকে চেনা যাবে -
ফয়জুল মহী ২২/১১/২০২১ভালো লাগলো।পাঠে মুগ্ধ হলাম
-
অভিজিৎ হালদার ২২/১১/২০২১ভালো