যাদের হৃদয় পুড়ে গেছে
যাদের হৃদয় পুড়ে গেছে
ঘুণপোকার দোষ দিয়ো না,
ঘুণপোকা বড় পাপ-থেকে।
তোমার হৃদয় খেয়েছে কে?
সবই জানো তুমি, তবুও...
সহজ সত্য বলবে না!
যাদের হৃদয় পুড়ে গিয়েছে
মিথ্যা আর অসীম পাপে
তারা কখনো ভালো হবে না।
ছলনার বেড়াজালে তুমি
বন্দি হয়ে আছো এখনো।
ঘুণপোকা খেয়েছে তোমার
হৃদয়ের সকল সত্য।
শুনি তোমার মিথ্যাবাণী
তাইতে চিরদিন এভাবে।
ঘুণপোকার দোষ দিয়ো না,
ঘুণপোকা বড় পাপ-থেকে।
তোমার হৃদয় খেয়েছে কে?
সবই জানো তুমি, তবুও...
সহজ সত্য বলবে না!
যাদের হৃদয় পুড়ে গিয়েছে
মিথ্যা আর অসীম পাপে
তারা কখনো ভালো হবে না।
ছলনার বেড়াজালে তুমি
বন্দি হয়ে আছো এখনো।
ঘুণপোকা খেয়েছে তোমার
হৃদয়ের সকল সত্য।
শুনি তোমার মিথ্যাবাণী
তাইতে চিরদিন এভাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/১২/২০২১সুন্দর।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/১১/২০২১চমৎকার!
অসম্ভব সুন্দর লাগলো -
আলমগীর সরকার লিটন ১৭/১১/২০২১বেশ হৃদয় পুড়া গল্প কবি দা
-
জামাল উদ্দিন জীবন ১৬/১১/২০২১বেশ
-
ফয়জুল মহী ১৫/১১/২০২১অসামান্য
একরাশ মুগ্ধতা । -
আকাশ অঙ্কুর ১৫/১১/২০২১দারুণ লেখেছেন!
জীবন একটি সোনালী রঙ যায় কি বোঝা?