তোমার মুখে
তোমার মুখে কখনো যেন একটু মধু দেখলাম না!
গরল শুধু, গরলে ভরা তোমার মুখ খুব শুকনা।
মনগহীনে কখনো বুঝি মৌমাছিরা বাসা বাঁধেনি?
মধুর কথা এই জীবনে বলতে তাই কেউ সাধেনি!
গরল শুধু, গরলে ভরা তোমার মুখ খুব শুকনা।
মনগহীনে কখনো বুঝি মৌমাছিরা বাসা বাঁধেনি?
মধুর কথা এই জীবনে বলতে তাই কেউ সাধেনি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আকাশ অঙ্কুর ১৫/১১/২০২১ভাব অর্থ দারুণ লেগেছে❤️
-
জামাল উদ্দিন জীবন ১৫/১১/২০২১ভালো লাগলো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/১১/২০২১সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১৩/১১/২০২১হক দা খুব সুন্দর
-
ফয়জুল মহী ১২/১১/২০২১খুব সুন্দর উপস্থাপন।