জীবনের মধু
তুমি মেঘ হয়েছো, মনের ভুলে তবে
চাচ্ছো কেন রোদ!
জীবনে দুঃখটা তোমার আপন যে
ভুলে যাবে এ বোধ?
সকলের জীবনে রোদ ওঠে নাকো হে
মেঘ জমবে শুধু,
ভোগের পেয়ালায় সবাই পায় না যে
জীবনের মধু।
চাচ্ছো কেন রোদ!
জীবনে দুঃখটা তোমার আপন যে
ভুলে যাবে এ বোধ?
সকলের জীবনে রোদ ওঠে নাকো হে
মেঘ জমবে শুধু,
ভোগের পেয়ালায় সবাই পায় না যে
জীবনের মধু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৯/১১/২০২১বেশ
-
অভিজিৎ হালদার ০৮/১১/২০২১ভালো
-
পলাশ ০৮/১১/২০২১বাঃ কালো কোথায় অনবদ্য জীবনবোধ
-
ফয়জুল মহী ০৭/১১/২০২১নান্দনিক লেখনী ।