পাথর ঘষে আগুন জ্বলে
পাথর ঘষে আগুন জ্বলে,
হৃদয় ঘষে কেন তা নয়!
পাথরের শক্তি কি বেশি?
নাকি তোমাদের মনে ভয়!
হৃদয়টাকে ফেলে রেখো না
ভালোবাসায় লাগিয়ে দাও,
হৃদয়জুড়ে আগুন জ্বেলে
প্রতিশোধের সুখটা নাও।
হৃদয় ঘষে কেন তা নয়!
পাথরের শক্তি কি বেশি?
নাকি তোমাদের মনে ভয়!
হৃদয়টাকে ফেলে রেখো না
ভালোবাসায় লাগিয়ে দাও,
হৃদয়জুড়ে আগুন জ্বেলে
প্রতিশোধের সুখটা নাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৭/১১/২০২১প্রতিশোধের সুখ নাও দারুন বলেছেন।
-
অভিজিৎ হালদার ০৫/১১/২০২১সুন্দর
-
আলমগীর সরকার লিটন ০৪/১১/২০২১খুব সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ০৩/১১/২০২১অসাধারণ