ভুল-ভালোবাসা
ভুল-ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক
রক্ত তোমার খুবই দূষিত,
ভিতর-আত্মা আরও তৃষিত!
জিঘাংসা-ভরা বুকে ফোটে নাকো
ভালোবাসা-রঙে মধুভরা-ফুল,
ভুল-মানুষকে ভালোবাসা ভুল।
রক্ত যাদের নর্দমা-জল!
তারা কি ধরাবে আঙ্গুর ফল?
মাথাটা যাদের পচে গেছে খুব,
দিতে পারবে না জ্ঞানে তারা ডুব।
হৃদয় যাদের নর্দমা-খাল,
প্রেমটা তাদের অভিনয়-জাল।
ভুল-মানুষকে ভালোবাসা কাল!
দু’দিনে বুঝবে মরিচের ঝাল!
সাইয়িদ রফিকুল হক
২৮/১০/২০২১
সাইয়িদ রফিকুল হক
রক্ত তোমার খুবই দূষিত,
ভিতর-আত্মা আরও তৃষিত!
জিঘাংসা-ভরা বুকে ফোটে নাকো
ভালোবাসা-রঙে মধুভরা-ফুল,
ভুল-মানুষকে ভালোবাসা ভুল।
রক্ত যাদের নর্দমা-জল!
তারা কি ধরাবে আঙ্গুর ফল?
মাথাটা যাদের পচে গেছে খুব,
দিতে পারবে না জ্ঞানে তারা ডুব।
হৃদয় যাদের নর্দমা-খাল,
প্রেমটা তাদের অভিনয়-জাল।
ভুল-মানুষকে ভালোবাসা কাল!
দু’দিনে বুঝবে মরিচের ঝাল!
সাইয়িদ রফিকুল হক
২৮/১০/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ৩১/১০/২০২১মনুষত্বহীন জীবকে ভালোবাসাও পাপ!
-
সুব্রত ভৌমিক ২৯/১০/২০২১ঠিক কথা
কদর্য মানুষকে
ভালোবাসা ভুল।
******
শুভেচ্ছা রইল কবি। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/১০/২০২১সুন্দর
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২৯/১০/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ২৮/১০/২০২১মনোরম ,