আগুনসমাজ
আগুনসমাজ
সাইয়িদ রফিকুল হক
মুখে নাই রুচি তবু কত কথা!
কথার ঘায়েই ব্যথা করে মাথা।
মানুষের মুখ আজকাল যেন
আগুনের গোলা,
আগুন খেয়েই উগরে দিচ্ছে
আগুনের শোলা।
ফুটছে আগুন মানুষের মুখে,
আগুনসমাজে কেউ নাই সুখে।
সাইয়িদ রফিকুল হক
২৭/১০/২০২১
সাইয়িদ রফিকুল হক
মুখে নাই রুচি তবু কত কথা!
কথার ঘায়েই ব্যথা করে মাথা।
মানুষের মুখ আজকাল যেন
আগুনের গোলা,
আগুন খেয়েই উগরে দিচ্ছে
আগুনের শোলা।
ফুটছে আগুন মানুষের মুখে,
আগুনসমাজে কেউ নাই সুখে।
সাইয়িদ রফিকুল হক
২৭/১০/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৮/১০/২০২১বাস্তবের রেখাজাল
-
মোঃ নাজাতুল হক চৌধুরী ২৮/১০/২০২১অন্যবধ্য
-
আলমগীর সরকার লিটন ২৮/১০/২০২১অল্পকথায় চমৎকার প্রকাশ
-
মাহতাব বাঙ্গালী ২৮/১০/২০২১বাস্তব কর্মে অর্থহীন কথাই আগুনের গোলা!
-
ফয়জুল মহী ২৭/১০/২০২১অনিন্দ্য সুন্দর লেখনী