দুর্জনের শখ
দুর্জনের শখ
সাইয়িদ রফিকুল হক
পশুও এখন ঘোরাফেরা করে
কাব্য-বাগানে!
রঙতুলি মেখে পাশবিকতা দেয়
ছড়িয়ে সজ্ঞানে।
পশুও বুকেও জ্ঞানী হওয়ার
লোভ যে জেগেছে!
আজব দুনিয়া দেখেশুনে আজ
মানুষ ভেগেছে।
ঠিকানা বদল করার জন্য
ঘোরে কতজন!
অতীত পেরিয়ে সভ্য সমাজে
ফেরে দুর্জন।
সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০২১
সাইয়িদ রফিকুল হক
পশুও এখন ঘোরাফেরা করে
কাব্য-বাগানে!
রঙতুলি মেখে পাশবিকতা দেয়
ছড়িয়ে সজ্ঞানে।
পশুও বুকেও জ্ঞানী হওয়ার
লোভ যে জেগেছে!
আজব দুনিয়া দেখেশুনে আজ
মানুষ ভেগেছে।
ঠিকানা বদল করার জন্য
ঘোরে কতজন!
অতীত পেরিয়ে সভ্য সমাজে
ফেরে দুর্জন।
সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২৭/১০/২০২১জ্ঞানের বাগানে পশুত্বের বিচরণ!
-
খায়রুল আহসান ২৭/১০/২০২১সমাজের বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে কবিতায়।
-
ফয়জুল মহী ২৬/১০/২০২১সাবলীল উপস্থাপন
বেশ ভালো লাগলো