ভূমিপুত্রদের জীবন
ভূমিপুত্রদের জীবন
সাইয়িদ রফিকুল হক
ভূমিপুত্রদের তাড়াতে চলছে কত কী!
সবই ঘটছে আজকাল চোখের সামনে।
মানুষের লজ্জা এখন লজ্জিত খুব!
হাঁটুমুড়ে ক্ষমা চায় আজ সবার লজ্জা।
ভূমিপুত্রদের জীবন হুমকির মুখে,
তবুও কেউ বলে না কথা! সব চাটুকার
চুপ করে আছে চিরতরে। সব মধুলোভী।
কোথাও পাবে না সহিষ্ণু―দালাল-নগরে।
মন্দির ভেঙেছো সরোষে, নিজেদের পাপ
ধামাচাপা দিতে এ ফন্দি! মানুষহত্যা
করেছো নির্বিচারে কত! তবুও নিজেকে
মানুষ-দাবি করছো আজ―দালাল-নগরে!
সাইয়িদ রফিকুল হক
২৪/১০/২০২১
সাইয়িদ রফিকুল হক
ভূমিপুত্রদের তাড়াতে চলছে কত কী!
সবই ঘটছে আজকাল চোখের সামনে।
মানুষের লজ্জা এখন লজ্জিত খুব!
হাঁটুমুড়ে ক্ষমা চায় আজ সবার লজ্জা।
ভূমিপুত্রদের জীবন হুমকির মুখে,
তবুও কেউ বলে না কথা! সব চাটুকার
চুপ করে আছে চিরতরে। সব মধুলোভী।
কোথাও পাবে না সহিষ্ণু―দালাল-নগরে।
মন্দির ভেঙেছো সরোষে, নিজেদের পাপ
ধামাচাপা দিতে এ ফন্দি! মানুষহত্যা
করেছো নির্বিচারে কত! তবুও নিজেকে
মানুষ-দাবি করছো আজ―দালাল-নগরে!
সাইয়িদ রফিকুল হক
২৪/১০/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২৭/১০/২০২১দালালদের দালালীতে স্বাধীন জীবন বিষন্ন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/১০/২০২১বেশ অনুভূতির প্রকাশ
-
জামাল উদ্দিন জীবন ২৬/১০/২০২১সুন্দর
-
অভিজিৎ হালদার ২৫/১০/২০২১সুন্দর অনুভূতির কথা বলেছেন
-
সুব্রত ভৌমিক ২৫/১০/২০২১অসামান্য কবিতা।
শুভেচ্ছা রইল।! -
ফয়জুল মহী ২৪/১০/২০২১Right