তোমাদের ভণ্ডামি
তোমাদের ভণ্ডামি
সাইয়িদ রফিকুল হক
কত আর ভণ্ডামি দেখবো এমন?
অপরাধীকে ছাড়াতে চলে অভিনয়!
অপরাধী ছেড়ে দিতে সাজানো হচ্ছে
পাগলছাগল বলে! মানুষের কত
সীমাহীন স্পর্ধা! মরণের ভয়
মুছে গেছে যেন আজ সব মন থেকে।
পাপীর বুকে মাতম দেখি নাকো আর!
সেখানে এখন চলে উল্লাস কত!
কত আর ভণ্ডামি করবে তোমরা?
ধর্মের নামে চলে তোমাদের খেলা!
পাপের হিসাব নেই তোমাদের কাছে
শুধু অপরের ভালো অসহ্য লাগে!
তোমাদের ভণ্ডামি হয়তো কখনো
শেষ হবে মানুষের তীব্র অভিশাপে।
সাইয়িদ রফিকুল হক
২৩/১০/২০২১
সাইয়িদ রফিকুল হক
কত আর ভণ্ডামি দেখবো এমন?
অপরাধীকে ছাড়াতে চলে অভিনয়!
অপরাধী ছেড়ে দিতে সাজানো হচ্ছে
পাগলছাগল বলে! মানুষের কত
সীমাহীন স্পর্ধা! মরণের ভয়
মুছে গেছে যেন আজ সব মন থেকে।
পাপীর বুকে মাতম দেখি নাকো আর!
সেখানে এখন চলে উল্লাস কত!
কত আর ভণ্ডামি করবে তোমরা?
ধর্মের নামে চলে তোমাদের খেলা!
পাপের হিসাব নেই তোমাদের কাছে
শুধু অপরের ভালো অসহ্য লাগে!
তোমাদের ভণ্ডামি হয়তো কখনো
শেষ হবে মানুষের তীব্র অভিশাপে।
সাইয়িদ রফিকুল হক
২৩/১০/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২৭/১০/২০২১রাজনীতি এক রঙ্গমঞ্চ আর আমরা গন্ডমূর্খ দর্শক
-
অভিজিৎ হালদার ২৫/১০/২০২১দারুন
-
অভিজিৎ হালদার ২৪/১০/২০২১সুন্দর
-
সুব্রত ভৌমিক ২৪/১০/২০২১আপনার কবিতা অসাধারণ।
অসাধারণ আপনার চেতনা।
শুভেচ্ছা রইল কবি।
ভালো থাকবেন। -
ফয়জুল মহী ২৩/১০/২০২১চমৎকার