তোমরা মানুষ হও
তোমরা মানুষ হও।
আবার মানুষ হও।
মানুষ হতে চেষ্টা করো,
আরও চেষ্টা করতে থাকো।
মনের ভিতরে প্রেম জাগাও।
মানুষকে ভালোবাসো।
আগুন-সন্ত্রাস ছেড়ে মানুষকে ভালোবাসো।
আবার মানুষ হও।
মানুষ হতে চেষ্টা করো,
আরও চেষ্টা করতে থাকো।
মনের ভিতরে প্রেম জাগাও।
মানুষকে ভালোবাসো।
আগুন-সন্ত্রাস ছেড়ে মানুষকে ভালোবাসো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ২১/১০/২০২১
-
সুব্রত ভৌমিক ২০/১০/২০২১ঠিক ঠিক।
এখন খুব দরকার 'ভালোবাসা'।
ভালো লাগলো
শুভেচ্ছা রইল। -
ফয়জুল মহী ২০/১০/২০২১দারুণ
ভালো লাগলো পাঠে I
চমৎকার আহবান ।